ড. হাসান মোহাম্মদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চবির সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ড.হাসান মোহাম্মদের কর্ম ও জীবনের স্মৃতিচারণ নিয়ে ড.হাসান মোহাম্মদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন গতকাল শনিবার দেওয়ানহাটে অনুষ্ঠিত হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন চবি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন অধ্যাপক ড. এম. শফিকুল আলম, অধ্যাপক ড. মো. এনায়েত উল্ল্যা পাটওয়ারী, মো. আবুল কাসেম, অ্যাডভোকেট এম এ বারী, ক্যাপ্টেন মাহফুজুল আলম, অধ্যাপক ড. ফুয়াদ হাসান, অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, অধ্যাপক আ ম ম আবদুর রহিম, অ্যাডভোকেট লায়ন মো. সলিমুল্লাহ, ডা. সাইফুল আজম সাজ্জাদ, মো. মোশাররফ হোসাইন, অধ্যাপক মনিরুজ্জামান সোহান, এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট কফিল উদ্দিন, লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, প্রফেসর ড. হাসান মোহাম্মদের কর্মময় জীবন অত্যন্ত সমৃদ্ধ। অধ্যাপনাকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিভিন্ন পর্ষদের সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক ক্লাবের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি
পরবর্তী নিবন্ধচাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরীর ইন্তেকাল, আজ জানাযা