ড. হাসান মোহাম্মদ কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন

চবিতে স্মারক বক্তৃতা

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মোহাম্মদ স্মারক বক্তৃতা গতকাল সোমবার চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামের বিশ্বায়ন, বাংলাদেশ ও আমাদের জাতিসত্তা’ শীর্ষক স্মারক বক্তৃতায় প্রধান অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

প্রধান অতিথি বলেন, শিক্ষাজীবনে ড. হাসান মোহাম্মদের সঙ্গে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং নানা কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছিল। তাঁর বর্ণিল জীবন ছিল অত্যন্ত অনন্য। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নিয়ে স্মারক বক্তা মোহাম্মদ আবদুল মান্নানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

চবি উপউপাচার্য (প্রশাসন) বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আমার প্রথম ক্লাস নিয়েছিলেন প্রফেসর ড. হাসান মোহাম্মদ। তিনি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার কোনো কমতি ছিল না। ড. হাসান মোহাম্মদ কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

সেমিনারে স্মারক বক্তা ছিলেন, বিশিষ্ট লেখক, চিন্তক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। স্মারক বক্তৃতায় প্যানেল আলোচক ছিলেন, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির এবং লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

স্মারক বক্তা মোহাম্মদ আবদুল মান্নান বলেন, প্রফেসর ড. হাসান মোহাম্মদ ছিলেন ইসলামিক চিন্তাচেতনা, ইসলামের বিশ্বায়ন, বাংলাদেশের জাতিসত্তা ইত্যাদি বিষয়ে তিনি যথেষ্ট গবেষণা করে গেছেন। প্রফেসর ড. হাসান মোহাম্মদ তাঁর গবেষণাকর্মের মাধ্যমে যে অবদান রেখে গেছেন, তা জাতীয় জীবনে একটি মাইলফলক হয়ে থাকবে।

প্যানেল আলোচক চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির বলেন, আমি যখন এ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে ১৯৮৩ সালে যোগদান করি, প্রফেসর ড. হাসান মোহাম্মদকে একজন সুদর্শন, স্মার্ট শিক্ষক ও সহকর্মী হিসেবে পেয়েছি। তিনি একজন চিন্তাশীল, পরোপকারী শিক্ষক ও গবেষক ছিলেন। তিনি ইসলামী চিন্তাধারা, ইসলামের প্রচারপ্রসার, ইসলামের বিশ্বায়ন এবং বাংলাদেশের জাতিসত্তা বিষয়ে প্রচুর লেখালেখি করেছেন, যা পরবর্তীতে গ্রন্থাকারে সংকলন করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর জন্য রেখে গেছেন। তার অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে।

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম মাহফুজুল হকের (মাহফুজ পারভেজ) সভাপতিত্বে এবং বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় স্মারক বক্তৃতায় স্বাগত বক্তব্য দেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) . মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী। ধন্যবাদসূচক বক্তব্য দেন, চবি মার্কেটিং বিভাগের প্রফেসর এবং ড. হাসান মোহাম্মদের সন্তান ড. ফুয়াদ হাসান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো: শহীদুল হক। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমানত খান (র:) দরবারে ১০ দিনব্যাপী কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত