ড. সুনীতি ভূষণ কানুনগো জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার দাবিদার

চট্টগ্রাম একাডেমি শিল্পশৈল্পী পুরস্কার অনুষ্ঠানে ড. অনুপম সেন

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

 

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন বলেছেন, প্রসিদ্ধ ইতিহাসবিদ শিক্ষাবিদ ড. সুনীতি ভূষণ কানুনগো ইতিহাসের একজন পরম সাধক। এ গুণী ব্যক্তিত্বকে চট্টগ্রাম একাডেমি যে সম্মান প্রদর্শন করেছে তা ইতিহাসে সঞ্চিত থাকবে। তাঁর কর্মের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত হওয়ার যাবতীয় গুণাবলি রয়েছে। তিনি জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। গতকাল শনিবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে চট্টগ্রাম একাডেমি শিল্পশৈল্পী পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত গুণী ব্যক্তির হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেন। শিশুসাহিত্যিক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিল্পশৈলী সম্পাদক চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক চা গবেষক আমিনুর রশীদ কাদেরী, সাহিত্যিক ড. আনোয়ারা আলম, কবিশিশুসাহিত্যিক অরুণ শীল, অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী, কবি আবু মুসা চৌধুরী।

অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত গুণী ব্যক্তিত্ব ড. সুনীতি ভূষণ কানুনগো। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর রীতা দত্ত। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন একাডেমির পরিচালক এস এম আবদুল আজিজ, মৃণালিনী চক্রবর্তী, নাট্যজন সনজীব বড়ুয়া, কবি আবুল কালাম বেলাল, কবিনাট্যকার কাসেম আলী রানা, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবি আজিজ রাহমান, নুসরাত জাহান, কবি অমিত বড়ুয়া, প্রাবন্ধিক ফেরদৌস আরা রীনু, গল্পকার রুনা তাসমিনা, কবি মাহবুবা চৌধুরী, লিপি বড়ুয়া, তারিফা হায়দার, কবি লিটন কুমার চৌধুরী, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, কবিসাংবাদিক ইসমাইল জসীম, অধ্যাপক পিংকু দাশ, প্রাবন্ধিক মুহাম্মদ মুসা খান, সোহেল মো. ফখরউদ্দীন, প্রদ্যোত কুমার বড়ুয়া, মুহাম্মদ মহসীন চৌধুরী, গৌতম কানুনগো, এম. কামাল উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ ও বন রক্ষায় গণমাধ্যমকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধ২ মাসব্যাপী মৌখিক পরীক্ষা ১৪ জুন থেকে