ড. সাইফুল ইসলাম চবির নতুন রেজিস্ট্রার

চবি প্রতিনিধি

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি এ পদে দুই বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রার নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে সদ্য বিদায়ী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রদত্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)-এর দায়িত্ব থেকে ৩০ সেপ্টেম্বর (অপরাহ্ণ) হতে অব্যাহতি প্রদানপূর্বক চ. বি. অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)-এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিয়োগ যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত, যা আগে হয় এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগসুবিধা প্রাপ্য হবেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারকে পরামর্শ দিতে উচ্চ ক্ষমতার কমিটি
পরবর্তী নিবন্ধস্বামী-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা