ড. মোবারক উদ্ভাবিত সোনালি ব্যাগ রপ্তানি করে বাংলাদেশ বিলিয়ন ডলার আয় করতে পারে

সিআইইউতে সেমিনারে অধ্যাপক শাহাব উদ্দীন

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী এবং গবেষক ড. মোবারক আহমদ খান কর্তৃক উদ্ভাবিত সোনালী ব্যাগ দেশের বাইরে রপ্তানি করে বাংলাদেশ বছরে বিলিয়ন ডলার আয় করতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং সার্কুলার ইকোনমি গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দীন। তিনি গত বৃহস্পতিবার সিআইইউ ব্যবসা অনুষদ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। স্বাগত বক্তব্য দেন ব্যবসা অনুষদের ডিন ড. সৈয়দ মনজুর কাদের।

চ্যালেঞ্জেস্‌ এন্ড অপরটিউনিটিস্‌ অব সার্কুলার ইকোনমি রিসার্চ ইন বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারের মূল বক্তা অধ্যাপক শাহাব উদ্দীন আরো বলেন, পাট হতে ড. মোবারক আহমদ খান উদ্ভাবিত এই সোনালী ব্যাগ বায়োডিগ্রেডেবল এবং বিশ্বব্যাপী এধরনের পণ্যের চাাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটিকে রপ্তানিযোগ্য করে তুলতে বাংলাদেশ সরকারের পাশাপাশি ব্যবসায়ী সমাজকেও এগিয়ে আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন এবং উষ্ণতা বৃদ্ধির প্রেক্ষাপটে ‘সার্কুলার ইকোনমি’র প্রচার এবং প্রসারের উপর গুরুত্বারোপ করে তিনি জানান, টেকসই উন্নয়ন অর্থনীতির ক্ষেত্রে এটি বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সার্কুলার ইকোনমির মূল বক্তব্য হচ্ছে রিসাইক্লিং, রিইউজিং, রিফার্বিশিং, রিপেয়ারিং প্রভৃতির মাধ্যমে পণ্যের পুন:পুন: ব্যবহারে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পরিবেশের ক্ষতি কমিয়ে আনা। এর ফলে কার্বন নিঃসরণ কম হয় এবং দূষণের হাত থেকে পরিবেশ রক্ষা পায়। সিআইইউর ব্যবসা অনুষদের এটি ছিল ৬ষ্ঠ গবেষণা সেমিনার। এতে উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের উপদেষ্টা ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম, . মোহাম্মদ নাঈম আব্দুল্লাহ, . ইমন কল্যাণ চৌধুরী, . মোসলেহউদ্দীন চৌধুরী খালেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদ হাসানসহ অনুষদের অন্যান্য শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গাউসুল আযম কনফারেন্স
পরবর্তী নিবন্ধনারী নির্যাতন প্রতিরোধে নারীদেরই সোচ্চার হতে হবে বেশি