ড. বিকিরণ প্রসাদ ও জয়শান্ত বিকাশ ছিলেন দেশ ও সমাজের নীরব সেবক

প্রবারণা’র স্মরণসভায় বক্তারা

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৭ পূর্বাহ্ণ

প্রবারণা’র উদ্যোগে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং জেলা কর আইনজীবী সমিতির সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়ার স্মরণসভা গত ১২ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্লাব কলেজিয়েট হলে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন কথা সাহিত্যিক শিক্ষাবিদ হরিশংকর জলদাস। রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, লায়ন টিংকু বড়ুয়া, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, প্রকৌশলী জয়সেন বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, বিকাশ কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন লেখক বিপ্লব কড়ুয়া। সৈকত তালুকদার ও কুনাল বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রসেনজিৎ বড়ুয়া ,অ্যাড. সাতকড়ি বড়ুয়া, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, রেখা রাণী বড়ুয়া। বক্তারা বলেন, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া দু’জনই ছিলেন দেশ ও সমাজের নীরব সেবক। তাঁরা দু’জন বৌদ্ধ সম্প্রদায়ের সন্তান হলেও তাদের কর্মকান্ড ছিল সর্বজনীন সকলের কল্যাণে। তারা তাদের আদর্শে অমলিন ও চিরঞ্জিব হয়ে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএম.এ.আজিজ স্মরণে সভা
পরবর্তী নিবন্ধগুয়াহাটিতে ঘন কুয়াশা, ঢাকায় ভারতীয় জাহাজের জরুরি অবতরণ