ড. জাহিদ হোসেন শরীফ ইউসিটিসির ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ভার্সিটি প্রো ভাইসচ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। সমপ্রতি এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩২ () ধারা অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফকে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের রয়েছে দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা, ১৪ বছরের প্রশাসনিক কার্য পরিচালনার অভিজ্ঞতা। তিনি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে উপাধ্যক্ষ হিসেবে ৮ বছর এবং কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৪৮টি গবেষণামূলক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নং সেক্টরের অধীনে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকথাসাহিত্যিক বুলবুল সরওয়ার পাচ্ছেন ফররুখ স্মৃতি পুরস্কার
পরবর্তী নিবন্ধনিবন্ধন প্রক্রিয়া দ্রুত সহজীকরণের আহ্বান