আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যুদ্ধাপরাধী বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, উপমহাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া। তিনি বিজ্ঞানের প্রতিটি শাখায় গবেষণা চালিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হন।
বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মরণসভা কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. রানা দাশগুপ্ত এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সুমন দেবনাথের সভাপতিত্বে সদস্য সচিব ইয়াছির আরাফাতের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাদশা মিয়া, মিজানুর রহমান মিলন, লিয়াকত হোসেন, আলী নেওয়াজ, কামাল উদ্দীন চৌধুরী, কবি আশীষ সেন, মনোয়ার আজিজ চৌধুরী, প্রণবরাজ বড়ুয়া, জগদীশ বিশ্বাস, শফিকুর রহমান মাইজভান্ডারী, এস.এম দিদারুল আলম, শ্যামল বিশ্বাস, হারুন রশিদ, মর্জিনা আক্তার লুচি, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, এড. টিপু শীল জয়দেব, এড. চন্দন পালিত, এড. শ্যামল মিত্র, রাধা দেবী টুন্টুমুন, রোজী চৌধুরী, সোম মুৎসুদ্দী, সরোয়ার আলম, জাহাঙ্গীর আলম, সুবর্ণা খান, রিমন মুহুরী, আসিফ ইকবাল, মোঃ তিতাস, নাসির উদ্দীন কুতুবী, আবু সায়েদ সুমন, মোঃ রাশেদ, ইমদাদুল রহমান রিয়াদ, মো: জিসান, আতিকুর রহমান তুষার, মো: মামুন, পারভীন চৌধুরী, কাজী আইয়ুব, কবি সজল দাশ, নিলু খান, নজরুল ইসলাম মোস্তাফিজ, দিলীপ সেনগুপ্ত, রতন ঘোষ প্রমুখ।
আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া তার কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে ড. ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবেন তিনি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগরের দোয়া মাহফিল ও স্মরণসভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। নাসিরাবাদস্থ জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল মাওলানা ইমাম হোসেনের পরিচালায় অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা বিকালে পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগরের আহবায়ক সাহেদুল আলম অপুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহেদ হোসেন টিটুর পরিচালায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, সাবেক কমিশনার হাসিনা জাফর।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন -মহানগর যুবলীগের সদস্য আবতাব উদ্দিন রুবেল, মহানগর যুবলীগ নেতা নাছির উদ্দিন। বক্তব্য রাখেন, তামজিফ আহম্মেদ, মুনতাসির মাহমুদ, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম, মো. রকিবুল ইসলাম, আবদুর গাফপার চৌধুরী, সাইফুজ্জমান শেখর প্রমুখ।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড : পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে নগরীর ওয়ারলেস মোড় জামে মসজিদে গতকাল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সম্পাদক আবুল হাসেম শাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়দার আলী, সালাম জাগিরদার, আব্দুল আওয়াল, জামিল দেওয়ান, আব্দুল মালেক, ওমর ফারুক, মো. মানিক, জাবেদ খান, মো. ইছাক, নাসির, মাহাতাব উদ্দিন, জিয়াউর রহমান জুয়েল, জজ মিয়া, কাজী মো. কায়ছার, আরিফ নুর, মো. ফারভেজ, তুহিন, রসিদুল ইসলাম রানা, হাসান ইমাম মান্না, মাহমুদুল হাসান, আরাফাত, ইমরান, রিপন, রাকিব, আলিফ, পারভেজ প্রমুখ।
যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা : হাটহাজারী প্রতিনিধি জানান, আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা রনি প্রমুখ।