ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ১৯৮বিশ্বনেতার সমর্থন

আজাদী ডেস্ক | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকারের প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১৯৮ বিশ্বনেতা সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য একটি চিঠি শিরোনামে এই সমর্থন দেওয়া হয়। তাদের মধ্যে ৯২ জনই নোবেল বিজয়ী।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্র্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। তাছাড়া গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার প্রতিশ্রুতিকেও আমরা সাধুবাদ জানাই। একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্র্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সই করা ব্যক্তিদের মধ্যে আছেন শান্তি, অর্থনীতি, সাহিত্য, চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী ৯২ জন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরানের শিরিন এবাদি, কলম্বিয়ার হুয়ান ম্যানুয়েল সান্তোস, পূর্ব তিমুরের রামোসহোর্তা, মার্কিনঅস্ট্রিয়ান রসায়নবিদ মার্টিন কার্প্লাসসহ অনেকে আছেন।

বাংলাদেশের জনগণ ও পুরো বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য বার্তা’ শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের পুরো পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের দুই কাউন্সিলরসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধভারত হাসিনাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে