ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি দুদকের

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

মানি লন্ডারিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের ৪ জনের বিরুদ্ধে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করেছে দুর্নীতি দমন কমিটি (দুদক)। গতকাল সোমবার দুদক এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, চার অভিযোগে গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য সংরক্ষিত লভ্যাংশের ৫ শতাংশ অর্থ লোপাট, কোম্পানি থেকে ২ হাজার ৯৭৭ কোটি টাকা পাচারের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরে মাধ্যমে আত্মসাৎ প্রভৃতি।

এর আগে গত ২৫ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের মামলার শুনানি আবার পেছানো হয়। পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১১ আগস্ট। খবর বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও অনলাইন সংবাদ সংস্থার।

পূর্ববর্তী নিবন্ধনদীতে পড়ে যাওয়া শিশুকে ফেলে চলে গেল লঞ্চ
পরবর্তী নিবন্ধকোভিডে জুলাইয়ে ১৪২ জনের মৃত্যু, টিকা নেননি ৪০%