ড. আবু হাসান ভূঁইয়া ইউআইটিএসের নতুন উপাচার্য

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ () অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক এই অধ্যাপককে ইউআইটিএসের উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসাথে তিনি রাষ্ট্রপতি নিয়োগকৃত উপউপাচার্যও ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পাহাড় কেটে সাবাড়, সরঞ্জাম জব্দ করে এলাকা সিলগালা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে গবেষণা কাজে উন্নয়নে মরণোত্তর দেহদানের অঙ্গিকার