‘ড. আবু ইউসুফ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণের প্রতীক’

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:২৫ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে গতকাল রবিবার পরিষদ কার্যালয়ে বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান ডা. সরফরাজ খান বাবুলের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় ড. আবু ইউসুফ আলম স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ড. আবু ইউসুফ আলম ছিলেন শিক্ষা, সাংস্কৃতিক ও অসম্প্রাদায়িক মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণের অন্যতম প্রতিক। তিনি শিক্ষার মান উন্নয়নে ও যুব সমাজকে জঙ্গিবাদ মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করার জন্য পরিশ্রম করে গেছেন, যার ফসল হিসেবে চবিকে আজ আমরা জামাত-শিবির ও জঙ্গিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে পাচ্ছি। শুধু তাই নয় এই মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আমৃত্যু চেষ্টা করেছিলেন। ড. আবু ইউসুফ আলমকে প্রজন্ম থেকে প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
এতে আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, পান্টু লাল সাহা, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, কাজল দেবনাথ, ওবায়দুল কবির রিক্ত, এস.এম. সাঈদ সুমন, সৌমেন জিৎ চক্রবর্তী, মিসকাতুল মমতাজ মুমু, শুভ্রা সেনগুপ্তা প্রমুখ।
আবু ইউছুফ নাগরিক স্মরণ সভা কমিটি
ড. আবু ইউছুফ নাগরিক স্মরণ সভা কমিটি চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ স্মরণে সভা গতকাল রবিবার ভানুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগনেতা মহিউদ্দীন আহমদ রাশেদ। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস, সুভাষ চৌধুরী, বাদশা মিয়া, পংকজ দস্তিদার, দীপঙ্কর চৌধুরী কাজল, মো. আবদুর রহিম, কামাল উদ্দীন, ভাষ্কর ডি.কে দাশ মামুন, এম.এ. সালাম, আমির কাশেম, জাফর আহমদ, আবু তাহের প্রমুখ। প্রধান অতিথি বলেন,মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আজীবন সংগ্রাম করেছেন ড. আবু ইউছুফ।
বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ড. আবু ইউছুফের অবদান অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণফোরামের জাতীয় কাউন্সিল ৩ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে চেক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার