ড্রয়ারে সাপ, কামড়ে ইউপি সদস্যের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল শুক্রবার বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধরে সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যা পারভীন আক্তারের (৫০) মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে পারভীন আক্তার নিজ ঘরের আলমারি থেকে কাপড় বের করার সময় আলমারির ড্রয়ারে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ বের হয়ে তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয় ওঝা – বৈদ্যের ঝাড়ফুঁক করার পর তার অবস্থার উন্নতি না হলে আনোয়ারা হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে। আনোয়ারা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উপমা চৌধুরী বলেন, গতকাল বিকালে হাইলধর ইউনিয়ন থেকে সাপে কাটা এক মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু এর আগেই ওই মহিলার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল