পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পারফরম্যান্স ভালো হয়নি। বাংলাদেশকে নাকাল করে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। তবে সবমিলিয়ে সদ্য সমাপ্ত টি–টোয়েন্টি সিরিজটি ছিল বাংলাদেশের জন্য অনেক অর্জনের এবং প্রাপ্তির। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল লিটন দাসের দল। পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনই টি–টোয়েন্টি সিরিজ জিততে না পারা বাংলাদেশ এবার ইতিহাস গড়েছে। শেষ ম্যাচে না পারলেও ইতিহাসগড়া দলকে অভিনন্দন জানাতে টাইগার ড্রেসিংরুমে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও সাবেক অধিনায়ক ছিলেন। দলকে উজ্জীবিত করার মন্ত্র ভালোই জানা আছে বুলবুলের। বুলবুলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকদের কয়েকজনও। এ সময় বাংলাদেশ দলের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল সময় কাটাতে দেখা যায় বিসিবি সভাপতিকে। প্রসঙ্গত, সিরিজের শেষ টি–টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে প্রথম টি–টোয়েন্টিতে ৭ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ৮ রানে জিতে সিরিজের ট্রফি নিশ্চিত করে রেখেছিল স্বাগতিক দল। এ সময় বিসিবি সভাপতির সাথে ছিলেন বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু।