ড্রীম ক্রিকেট্ল একাডেমির জার্সি উন্মোচন অনুষ্ঠান

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

ড্রীম ক্রিকেট একাডেমি এম এ আজিজ স্টেডিয়াম শাখার জার্সি উম্মোচন করা হয়েছে। গতকাল বিকালে আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ড্রীম স্পোর্টস একাডেমি দামপাড়ার প্রতিষ্ঠাতা নূর হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ড্রীম স্পোর্টস একাডেমি দামপাড়ার পরিচালক মো. সেকান্দার, আনোয়ার হোসেন, মো. জাহেদ, ক্রিকেট কোচ আমিনুল হক, মো. ইসমাইল, রাব্বি, সম্রাট, সামির, সাদমান, রাইয়ান, রাইসান, তাসরিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কান্তিরহাট প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচকবাজার নয়ন ক্লাব অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন