ডোবায় মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি, সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ডোবার মাছ ধরা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আরিফ (১৪)। সে বেঙ্গুরা ৩ নম্বর ওয়ার্ড বেলাল চেয়ারম্যান সড়কের পূর্ব বিলের ভিতরে নতুন বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। তার বাবা জাকির হোসেন পেশায় একজন টেম্পো চালক।

এ ঘটনায় সাকিবুল ইসলাম (১৬) নামের একজনকে এলাকাবাসী আটক করে পুলিশকে সোপর্দ করে। তার বাবা একজন রিঙাচালক।

নিহত আরিফের চাচা আলমগীর বলেন, আরিফ পূর্ব বিলের একটি ডোবায় মাছ ধরতে যায়। এসময় সকিব মাছ ধরতে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফকে বুকে ও অন্ডকোষে লাথি দেয় সাকিব। পরে সাকিবের মা এসে আরিফের গলা টিপে ধরে। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চমেক হাসাপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএভারেস্ট ও লোৎসে জয় উদযাপন
পরবর্তী নিবন্ধহজ : সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ১১৬ বাংলাদেশি