ডেভিস কাপে ইয়েমেনকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ৫ টেনিস প্রতিযোগিতায় জয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথম দিন তারা হেরেছিল স্বাগতিক বাহরাইনের কাছে। গতকাল ০৩ ব্যবধানে হারলেও, গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ ২১ ম্যাচে ইয়েমেনকে হারিয়েছে। প্রথম এককে বাংলাদেশের মোহাম্মদ রুস্তম আলী ৫, , ৪ গেমে ইয়েমেনের মোহাম্মদ মাক্কিকে পরাজিত করেন এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জারিফ আবরার ৩, ৬ গেমে পরাজিত হন ইয়েমেনের আল আনসি হাসানের কাছে। দ্বৈতের খেলায় বাংলাদেশের হানিফ মুন্না ও জারিফ আবরার জুটি ৭, ৪ গেমে ইয়েমেনের আল আনসি হাসান ও ইসাক আল হাসানকে পরাজিত করেন। ফলে বাংলাদেশ দল ২১ ম্যাচে ইয়েমেনকে পরাজিত করল। দ্বৈতে খেলা হানিফ মুন্নাকে এই সফরে বাদ দিয়েছিল ফেডারেশন। পরবর্তীতে তার প্রতিবাদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সক্রিয় ভূমিকায় ফেডারেশন তাকে নিতে বাধ্য হয়। সেই হানিফ মুন্নাই গতকাল জয়ের অন্যতম নায়ক। আজ শুক্রবার বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে খেলবে।

পূর্ববর্তী নিবন্ধব্যাটিং কোচ হেম্পকে নিয়ে ভিন্ন ভাবনা বিসিবির
পরবর্তী নিবন্ধঅ্যান্টিগা মানেই বিভীষিকাময় এক স্মৃতি টাইগারদের