ডেভিড গোমেজের ব্ল্যাক বেল্ট অর্জন

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার কুক্কিওন হতে ডেভিড গোমেজ ব্ল্যাক বেল্ট ড্যান প্রমোশন টেস্টে ব্ল্যাক বেল্ট ১ম ড্যান অর্জন করেছেন। কুক্কিওন ওয়ার্ল্ড তায়কোয়ান্দো এর সদর দফতর যা গ্যাংনামগু, সিউল,দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। গত ২০ জুন ডেভিড গোমেজকে কুক্কিওন ওয়ার্ল্ড তায়কোয়ান্দো সদর দফতরের পক্ষে অফিসিয়ালভাবে ব্ল্যাক বেল্ট ১ম ড্যান সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাহমুদুল ইসলাম রানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএত দ্রুত গোল পাবেন ভাবেননি মোরসালিন
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে হারাতে চায় ভুটান