ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। তাতে চলতি বছরের এ পর্যন্ত ৩৬৪ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০ হাজার ২৬৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যারা মারা গেছেন তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং তিনজন ময়মনসিংহ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি নভেম্বর মাসের এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৬ জন, যা এ বছরের কোনো মাসে সর্বোচ্চ। আর নভেম্বরের এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০২ জন। খবর বিডিনিউজের।

এর আগে সবচেয়ে বেশি মৃত্যু অক্টোবর মাসে, ৮০ জন। সেপ্টেম্বরে মারা গেছেন ৭৬ জন। জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। ডেঙ্গু নিয়ে জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন হাসপাতালে ভর্তি হন।

পূর্ববর্তী নিবন্ধ৩১ দফা আন্দোলন জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার র‌্যাবের হাতে গ্রেপ্তার