ডেঙ্গু সারাতে ছাগলের দুধ! প্রতি লিটার ৮০০ টাকা!

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

দিল্লিসহ ভারতের বেশ কিছু শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আর তারই সঙ্গে হঠাৎ বাড়ছে ছাগলের দুধের চাহিদা। অবস্থা এমনই যে, লিটার প্রতি ৪০০ থেকে ৮০০ টাকা দরেও ছাগলের দুধ কিনছেন অনেকে। অনেক কোম্পানি আবার এই সুযোগে বড় ব্যবসা খুলে বসেছে। অনলাইনে ছাগলের দুধ বিক্রি করা হচ্ছে। কিন্তু ডেঙ্গুর সঙ্গে ছাগলের দুধের চাহিদা বাড়ার কী সম্পর্ক? আমজনতার একাংশের বিশ্বাস, ছাগলের দুধ তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর। সহজপাচ্যও বটে। তাই এটি পান করলে খুব দ্রুত প্লাটিলেট বাড়ে। ডেঙ্গু রোগীদের পথ্য হিসাবে এই দুধ খাওয়ানো হয়। তবে, চিকিৎসকরা এটি ভুল বলে জানাচ্ছেন। একটি কোম্পানির দাবি, তাদের ছাগলের দুধের পাউডার ১০০% খাঁটি এবং প্রাকৃতিক। সম্পূর্ণ তাজা এবং নৈতিকভাবে সংগ্রহ করা দুধ থেকে এই পাউডার বানানো হয়। এক গ্লাস গরম পানিতে মাত্র ২ টেবিল চামচ মিল্ক পাউডার গুলে নিলেই হবে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.০৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবালিতে জি২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন