ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টায় নগরীর বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারে মশারি বিতরণ করা হবে। মানবিক এ আয়োজনে সংগঠনের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজন কমিটির চেয়ারম্যান ও প্রয়াস পরিচালক সারিস্ত্ বিনতে নুর, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান সমন্বয়কারী হাসান মুরাদ চৌধুরী মামুন, বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পী, সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন আসিফ এবং প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।