নগরীর পাঁচলাইশ থানা আবাসিক এলাকায় কল্যাণ সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে এক র্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এম হাসেম, কাউন্সিলর নুর মোহাম্মদ টিনু, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দীন মজুমদার, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি একেএম শহীদুল ইসলাম, হেমোটলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাহেদুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।