ডেঙ্গু প্রতিরোধে দেড় শতাধিক শিশু পেল মেডিকেটেড মশারি

| শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর আমবাগানস্থ স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনের দেড় শতাধিক শিশুর মাঝে ডেঙ্গু প্রতিরোধে মেডিকেটেড মশারি এবং হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় ও ইনার হুইল ক্লাব অব সি কুইনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

ইনার হুইল ক্লাব অব সি কুইনের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান ফারজানা হক, ট্রেজারার শাহেদা সালাম, কার্যকরী সদস্য নাসরিন সুলতানা এনি, তাহমিনা গিয়াস, সেলিনা খানম, রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার, ইউনিট লেভেল অফিসার আব্দুর রহিম আকন, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ... তামজীদসহ যুব সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার আশা করে, মার্কিন রাষ্ট্রদূত আচরণের সীমা মেনে চলবেন : কাদের
পরবর্তী নিবন্ধজ্যোতির্ময় নন্দীর দুটি কবিতা