ডেঙ্গু ঠেকাতে সঠিক ব্যবস্থাপনার প্রয়োজন

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু এখন শুধু বর্ষাকালেই নয়, বরং সারা বছর। জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ, আর্দ্রতার পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রার কারণে মশার প্রজনন বেড়েছে। বৃষ্টির ফলে জমে থাকা পানি পরিণত হয়েছে এডিস মশার প্রজননক্ষেত্রে। তাছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের ফলে মশক নিধন কর্মসূচি ও অভিযান পরিচালনা থেমে গেছে। এখনই যদি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে সামনের দিনে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হবে। এই অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে বাস্তবায়নযোগ্য ও কারিগরিভাবে সঠিক কর্মকৌশল নির্ধারণ করা অত্যন্ত জরুরি। স্থানীয় সরকারের যারা দায়িত্বে আছেন তাদের উচিত স্বাস্থ্যনীতিতে আমূল পরিবর্তন আনা এবং মশক নিধন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে পালন করা। সর্বোপরি, সর্বপক্ষের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও সচেতনতা থাকলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে।

নুসরাত জাহান মুক্তা

শিক্ষার্থী,

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধগোলাম সামদানী কোরায়শী : মুক্তমনের প্রাজ্ঞপুরুষ
পরবর্তী নিবন্ধতারুণ্যের শক্তি