ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় প্রবর্তক মোড় ও চমেক হাসপাতালের আশপাশে বিশেষ মশক নিধন ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করেছে চসিক। জনস্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে গতকাল সোমবার অভিযান পরিচালনা করে চসিকের বিভিন্ন বিভাগ।

অভিযানে হাসপাতাল এলাকা ও সংলগ্ন সড়কের মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, স্থির পানি অপসারণ, ড্রেননালা পরিষ্কার এবং বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিদিন হাজারো মানুষের ভিড় থাকায় চমেক এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ বিবেচনায় এখানে নজরদারি আরও জোরদার করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ডা. সরওয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী ও পরিচ্ছন্ন কর্মকর্তা কল্লোল দাস। চসিক কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত ও পরিকল্পিত মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ফার্মেসির ভেতর কর্মচারীর ঝুলন্ত লাশ