ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া

নীলিমা শামীম | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

আমরা শহরবাসী দুঃসহ জীবন অতিবাহিত করছি। দিনদিন অবস্থার অবনতি হচ্ছে। মেডিকেলে ডেঙ্গু জ্বরের রোগীর প্রকোপ বেড়ে মৃত্যুর মুখে লুটিয়ে পড়ছে আমাদের চারপাশের মানুষ। এই মৌসুমে একদিনের জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যুর সংবাদ পেপারগুলোতে প্রকাশিত হয়েছে। এভাবে চললে আমরা কিভাবে নিশ্চিত ও শঙ্কামুক্ত হতে পারি? সিটি মেয়রের কাছে অনুরোধ রইল, পুনরায় নালানর্দমা পরিস্কার করে ও ডিটিটি পাউডার দিয়ে স্প্রে সিস্টেম চালু করে, দেশ ও দশের স্বার্থে পদক্ষেপ গ্রহণ উচিত নয় কি? চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের আমলে আমরা যে সব সুবিধা ভোগ করেছি। তার মধ্যে প্রথম ছিলো নালা মুক্ত ও নর্দমা পরিস্কার সাথে নালা নর্দমায় ডিটিটি পাওডারের ব্যাবহার। এসব সুযোগ সুবিধা থেকে আমরা শহরবাসী এখন বঞ্চিত। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি।

পূর্ববর্তী নিবন্ধভূষণ
পরবর্তী নিবন্ধতোমার গুণগান গাই অবলীলায়