ডেঙ্গু আক্রান্ত ছাড়াল আড়াই লাখ

মারা গেছে ১২২৬ জন মন্ত্রী বললেন, মশা নিধনে পদক্ষেপ পর্যাপ্ত নয়

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ মাস ২০ দিনে আড়াই লাখ ছাড়িয়েছে। এর আগে কোনো বছরেই এডিস মশাবাহিত রোগটিতে এত মানুষকে আক্রান্ত হতে দেখেনি বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৫৮ জন রোগী। তাতে করে এ বছরের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১০১ জনে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয় ৯৪ হাজার ৬১৮ জন, বাকি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন যান ঢাকার বাইরের হাসপাতালে। খবর বিডিনিউজের।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের, যাদের মধ্যে ৮ জন ঢাকা মহানগরের। তাতে এ বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২৬। গতকাল সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩ জনের ডেঙ্গু রোগের চিকিৎসা চলছিল, যাদের মধ্যে ৫ হাজার ৬৪৫ জনই ঢাকার বাইরের। বাকি ২৩৫৮ জনের চিকিৎসা চলছিল ঢাকা মহানগরে।

সার্বিক পরিস্থিতিতে এডিস মশা নিধনে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে ‘পর্যাপ্ত’ মনে করছেন না খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সচিবালয়ে তিনি বলেন, খালি আমরা বড় বড় কথা বললে তো আর ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো আমরা দেখছি এখনও তা পর্যাপ্ত নয়। এটা সত্যি কথা, এটা পর্যাপ্ত নয়।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ভর্তি হয়। চলতি মাসের ২০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৬৯৫ জন রোগী।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন ও সেপ্টেম্বরে ৩৯৬ জন। অক্টোবরের ২০ দিনে প্রাণ গেছে ২৩৭ জনের।

পূর্ববর্তী নিবন্ধসোডার বস্তায় ঘন চিনি, গুঁড়োদুধ আমদানি
পরবর্তী নিবন্ধআশা জাগিয়েও হারল পাকিস্তান