দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা বিষয়ক প্রচার অভিযান, আলোচনা সভা, লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রচার অভিযানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ ঝিনু আরা বেগম এবং বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র–ছাত্রীবৃন্দ। শুরুতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ঝিনু আরা বেগম, প্রভাষক রত্না চৌধুরী, মুহাম্মদ নুরুল আলম আযাদ ও ফারজানা হক সুমি। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু এডিস মশার কামড়ে ছড়ায় এমন একটি রোগ যা জনসচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা যায়। সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে শিক্ষক–শিক্ষার্থীর অংশগ্রহণে এক শোভাযাত্রা নগরীর টাইগারপাস থেকে আগ্রাবাদ প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে সমাপ্ত হয়। শোভাযাত্রাকালে শিক্ষার্থীরা সাধারণ নাগরিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং কলেজের চারপাশে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।