দেশে গত এক দিনে ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, দৈনিক মৃত্যুর এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা পৌঁছাল ১২৭ জনে, যাদের মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসের ১৭ দিনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৫৩৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ২৪ হাজারে। কেবল জুলাই মাসের ১৭ দিনেই ভর্তি হয়েছেন ১৬ হাজার ২২ জন। নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৭৭৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৫৪ জন ভর্তি হয়েছেন। আর যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪ জন ঢাকার বাইরে মারা গেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৫৬৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩৪৪৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২১২৬ জন। খবর বিডিনিউজের।
এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ১৮ দিনেই সেই সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।