ডেঙ্গুতে চট্টগ্রামে অক্টোবরের ২০ দিনে সেপ্টেম্বরের চেয়ে বেশি রোগী

তবে মৃত্যুর হার কম

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চলতি অক্টোবরে গতকাল রোববার পর্যন্ত ৯১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে যা সেপ্টেম্বরের মোট আক্রান্তকে ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ৯০৫ জন এবং মারা গেছেন ১১ জন। তবে অক্টোবরে আক্রান্ত বাড়লেও মৃত্যুর হার বাড়েনি। প্রথম ২০ দিনে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিরঞ্জন ধর নামে ৮৮ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বাকলিয়ার বাসিন্দা নিরঞ্জন ১৮ অক্টোবরে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর ১৯ অক্টোবরে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২ হাজার ৪২০ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ১ হাজার ৫৩০ এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৯০ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চলতি অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়লেও মৃত্যুর হার কম রয়েছে। তবে গত বছর সেপ্টেম্বরঅক্টোবরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যায়। এ বছর সেই চিত্র দেখা যাচ্ছে না। এটাই স্বস্তির। গত বছর সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্ত হন ৩ হাজার ৮৯২ এবং অক্টোবরে আক্রান্ত হন ২ হাজার ৭৭৯ জন। এছাড়া সেপ্টেম্বরে ২১ জন এবং অক্টোবরে ১২ জন মারা যান।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যান ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন। ২০২১ সালে আক্রান্ত হন ২৭১ জন এবং মারা যান ৫ জন।

পূর্ববর্তী নিবন্ধবাসার জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভার উৎস
পরবর্তী নিবন্ধস্বামী-স্ত্রী পরিচয়ে উঠেন হোটেলে, পরদিন নারীর মরদেহ উদ্ধার