ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮৪৯ জন এবং সারা দেশে ২ হাজার ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বাংলানিউজের।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৯৫০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৮৯২ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ২ হাজার ৫৮ জন ছাড়পত্র পেয়েছেন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকায় এবং তিনজন সারা দেশে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৭৮ জন এবং সারা দেশে ২৬৮ জন মারা যান।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ঢাকায় ৭৪ হাজার ৯৭৬ জন ও সারা দেশে ৯৮ হাজার ৮১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ১০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৩ হাজার ৮১৪ জন এবং সারা দেশে ৬ হাজার ২৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৪ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৬ শতাংশ এবং মৃত্যুর হার ০.৫ শতাংশ।












