দেশে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যুর এক দিনে এইডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৮ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এর আগে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর হয়। এটি নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১৬৫ জন ভর্তি হয়েছেন।