চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান নগরীর একটি কনভেনশন হলে সমিতির সভাপতি হাজী মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সঞ্চালনায় গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. আনোয়ারুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা আলহাজ মাহবুব আলম, হাজী জানে আলম কোম্পানী। সমিতির যু্গ্ম সাধারণ সম্পাদক এস এম কুতুবউদ্দিন মা ও শিশু হাসপাতালের কার্য–নির্বাহী পরিষদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধিত করা হয়। বক্তব্য রাখেন বসির আহমদ চৌধুরী, এস এম মোস্তফা, মো. গিয়াস উদ্দিন, আবদুল মাবুদ, কাজী তামিম জোনায়েত রাজীব, নরু উদ্দিন, জামশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।