ডিসেম্বরে দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন

সাংগঠনিক টিমের আহ্বায়কদের সাথে হুইপ স্বপনের বৈঠক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ১ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখও প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর ওয়ার্কিং কমিটির সভায় সম্মেলনের ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর ১৫ থানা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির আহ্বায়ক এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ উপজেলার সাংগঠনিক কমিটির আহবায়কদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পৃথক পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সাংগঠনিক টিমের আহ্বায়কদের সাথে মতবিনিময়কালে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আগামী নভেম্বরের মধ্যে নগরীর সকল ওয়ার্ডের সম্মেলন শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন। গতকাল বুধবার বিকাল ৩টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ উপজেলার সাংগঠনিক টিমের সাথে বৈঠক করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বৈঠক শেষ হয় বিকাল ৫টায়। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হয়। মহানগরীর ১৫ থানা আ’লীগের সাংগঠনিক কমিটির আহ্বায়কদের সাথে বৈঠক। সভার সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে মফিজুর রহমান আজাদীকে জানান, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সাথে আমাদের সাংগঠনিক কমিটির আহ্বায়কদের বৈঠকে আগামী ১ ডিসেম্বর দক্ষিণ জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমাদের পরে মহানগর আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে। আমরা মহানগরের সাথে আলোচনার মাধ্যমে একই ভেন্যুতে সম্মেলন করার চেষ্টা করবো।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এ ব্যাপারে ২৯ অক্টোবর মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। সভায় মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আগে নভেম্বরের মধ্যে নগরীর সকল ওয়ার্ড সম্মেলন শেষ করা জন্য সাংগঠনিক টিমের আহ্বায়দের নির্দেশনা দিয়েছেন হুইপ স্বপন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,
প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী।
পবিত্র ওমরা হজে যাওয়ায় সহ সভাপতি খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ সভায় উপস্থিত থাকতে পারেননি। অপরদিকে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং স্ত্রীর চিকিৎসায় ঢাকায় থাকায় সাংগঠনিক সম্পাদক শফিক আদনান সভায় উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, কেন্দ্র নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ছিল ১ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরে যে উপজেলা সম্মেলন করতে ব্যর্থ হবে ওই কমিটি ভেঙে দেয়া হবে
পরবর্তী নিবন্ধমাস্টারমাইন্ড সেলিমসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট