ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের আভাস

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে একটি বা দুইটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য দিয়েছে অধিদপ্তর।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আবওহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন, ১৫ ডিসেম্বরের পর দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে একটি বা দুইটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও রয়েছে। খবর বিডিনিউজের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একদুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। ডিসেম্বরে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা
পরবর্তী নিবন্ধসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের কর্মবিরতি, হয়নি বার্ষিক পরীক্ষা