বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মিলে বাজেট সহায়তা হিসাবে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে জানিয়ে অর্থ মন্ত্রণালয় বলেছে, চলতি ডিসেম্বরের মধ্যেই এ অর্থ পাওয়া যাবে বলে আশা করছে সরকার।
গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্ব ব্যাংক ৫০ কোটি ডলার এবং এডিবি ৬০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করেছে। খবর বিডিনিউজের।
স্ট্রেনথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের আওতায় বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিতে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে এডিবি। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের অফিসার ইনচার্জ জিংবো নিং চুক্তিতে সই করেন। অর্থ বিভাগের উদ্যোগে এ কর্মসূচিটি প্রণয়ন করা হয়। ঋণের অর্থে অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশীয় সম্পদ আহরণের সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হবে। গত ১১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এডিবি বলে, ঋণ অনুমোদনের উদ্দেশ্য হল বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করা এবং স্বচ্ছতা ও সুশাসনের উন্নয়ন। বিশ্ব ব্যাংক গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করে। পরিবেশবান্ধব ও জলবায়ু–সহনশীল উন্নয়নে সংস্কার কার্যক্রম ‘সফলভাবে’ শেষ করায় ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট’ এর আওতায় বিশ্ব ব্যাংক এ বাজেট সহায়তা দিচ্ছে। বাজেট সহায়তার পাশাপাশি বিশ্ব ব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭ কোটি ৯০ লাখ ডলার এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮ কোটি ডলারের প্রকল্প সহায়তা অনুমোদন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।