ডিসি হিলে ক্লিন বাংলাদেশের পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি

| শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:৩৩ পূর্বাহ্ণ

ডিসি হিল এলাকায় ‘ক্লিন বাংলাদেশ’এর উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি গতকাল সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা ডিসি হিলের পার্ক এলাকা থেকে ময়লাআবর্জনা অপসারণ করেন এবং পার্কে আগত দর্শনার্থী ও হাঁটতে আসা মানুষের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। টিম লিডার ইমন এ বিষয়ে বলেন, “ডিসি হিল আমাদের চট্টগ্রামের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি স্থান। এটিকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধুই আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অপরিহার্য।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পার্কে আগত দর্শনার্থী এবং নিয়মিত হাঁটতে আসা মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা ডিসি হিলের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ক্লিন বাংলাদেশ নিয়মিতভাবে এই ধরনের উদ্যোগ পরিচালনার মাধ্যমে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪টি জেনারেটরে উৎপাদন হচ্ছে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব ডবলমুরিং থানা শাখার কর্মী সমাবেশ