ডিসি পার্কে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

‘এক শহীদ, এক বৃক্ষ’

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্বরণীয় করে রাখতে সীতাকুণ্ডের ডিসি পার্কে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দেশের ৬৪ জেলার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় শহীদ হওয়া ৯ জন শহীদের নামে ডিসি পার্কে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে প্রতিজন শহীদের সম্মানে একটি করে বৃক্ষরোপণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গতকাল শনিবার বিকালে ডিসি পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ৯ জন শহীদ পরিবার এবং আহতদের মাবাবা, স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলায় ৯ শহীদরা হলেন মো. ইউসুফ, ইসমামুল হক, মো. মাহিন, মো. জামাল, শহিদুল ইসলাম, ওমর নুরুল আবসার, মো. আলম, মো. হাসান ও মাহবুবুর রহমান সৈকত।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নোমান হোসেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, জুলাইআগস্টের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম জেলার শহীদদের কথা স্মরণ করিয়ে দিবে ডিসি পার্কে এই বৃক্ষরোপণ কর্মসূচি। আর যারা আহত হয়েছেন তাদের কৃতিত্বের কথাও ফুটে উঠবে। গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের স্বজনরা এখানে ঘুরতে আসলে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিবে তাদের। আমরা যতই বলি, শহীদদের আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না। তাই আগামীতে শহীদদের ঘিরে আরও অন্যান্য কার্যক্রম হাতে নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমিখাইল খান লস এঞ্জেলের পাকোইমা নেইবারহুড প্রেসিডেন্ট নির্বাচিত
পরবর্তী নিবন্ধকারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে : শ্রম উপদেষ্টা