ডিবি সেজে প্রতারক ফোনে যা বলল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৪:২৭ পূর্বাহ্ণ

হ্যালো, ডিবি থেকে বলছি। হাসান সাহেব বলছেন? আমরা পুলিশ। ০১৮৫২০১২১৭৭ নম্বর থেকে ফোন করে এভাবে শুরু করার পর বলল, আপনার ছেলেকে আমরা ধরেছি। তার ব্যাগে ইয়াবা পাওয়া গেছে।

তিন কন্যার বাবা হাসান বুঝতে পারলেন, প্রতারক চক্র তাকে টার্গেট করেছে। তিনি কিছু বলার আগে ডিবি পুলিশ পরিচয় দেয়া ব্যক্তি বলল, আপনার ছেলের সাথে কথা বলবেন? তিনি কিছু বলার আগেই ফোন চলে গেল এক কিশোরের হাতে। সে কান্না করতে করতে বলে, আব্বু আমাকে পুলিশ ধরেছে, আমাকে বাঁচাও।

ফোন নিয়ে নিল প্রতারক পুলিশ। বলল, আপনি কি এটি বাইরে শেষ করতে চান? কোথায় আছেন? আসবেন?

হাসান বললেন, ভাই আমি দূরে আছি, আসতে পারব না। কী করতে হবে বলেন।

প্রতারক পুলিশ বলল, ঠিক আছে, আসার দরকার নেই। এগুলো বাইরে মিটমাট করে ফেলাই ভালো। আপনি বুদ্ধিমান মানুষ। আমাদেরকে বিশ হাজার টাকা দেন। আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি।

হাসান বললেন, টাকা কীভাবে পাঠাব? প্রতারক বলল, এই নম্বরে বিকাশ আছে। এখানে পাঠিয়ে দিলে হবে।

হাসান টাকা পাঠাচ্ছেন বলে তাকে আশ্বস্ত করে ফোন রেখে দেন। এর কিছুক্ষণ পর প্রতারক আবার ফোন করে। বলে, কই পাঠালেন না তো। হাসান বললেন, আমার লোককে বিকাশের দোকানে পাঠিয়েছি। এ কথা বলার পর প্রতারক ধন্যবাদ দিয়ে ফোন রাখে। এরপর ক্ষণে ক্ষণে ওই নম্বরটি থেকে হাসানের ফোনে কল আসতে থাকে।

হাসান বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। নম্বরটি কার এবং তাদের লোকেশন খুঁজে বের করা পুলিশের জন্য এক মিনিটের ব্যাপার। নম্বরটি রেজিস্ট্রেশনবিহীন হলেও ‘বিকাশ’ থাকায় এটির মালিককে সহজে শনাক্ত করা যায়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না কাজ
পরবর্তী নিবন্ধআরও ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি