ডিবি পরিচয়ে নারীর কাছে টাকা দাবি গ্রেপ্তার দুই যুবক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদে ডিবি পুলিশ পরিচয়ে এক নারীর কাছে টাকা দাবির পর হেনস্তার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বায়েজিদের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার মো. ইমন হোসেন মুন্না ও নগরীর পাঁচলাইশের শোলকবহর এলাকার মো. আরাফাত।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় সিনহা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিম নারী হচ্ছেন নাছিমা বেগম রত্না। মঙ্গলবার গ্রেপ্তারকৃতরা বাংলাবাজারের রত্নার বাসায় গিয়ে তাকে মাদক ব্যবসায়ী সম্বোধন করে ১০ হাজার টাকা দাবি করেন। অপরাগতা প্রকাশ করলে বলা হয়, রত্নাকে তাদের সাথে যেতে হবে। জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তাকে উঠিয়ে নেয়ার চেষ্টাও করা হয়। এ ঘটনা দেখে এক প্রতিবেশী অভিযুক্তদের আইডি কার্ড দেখাতে বলেন। কিন্তু তারা সেটি না করে ভিকটিমকে টেনে হেঁচড়ে সিএনজি অটোরিকশায় তোলার চেষ্টা করেন। ভিকটিম শোর চিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটক করেন। পরে আমরা তাদের গ্রেপ্তার করি। এ ঘটনায় অপর একজন পলাতক আছেন জানিয়ে ওসি বলেন, অভিযুক্ত ইমনের মোবাইল ফোন তল্লাশি করলে পুলিশের পোশাক পরা তার ছবি পাওয়া যায়। ডিবি পুলিশ না হয়েও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভিকটিম রত্নাকে হেনস্তা করে গ্রেপ্তার দুই আসামি অপরাধ করেছেন। তাদেরকে আদালতে উপস্থাপনের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সঞ্জয় সিনহা।

পূর্ববর্তী নিবন্ধ১৭৬ জনের বিচার শুরু
পরবর্তী নিবন্ধফখরুল-খসরুর জামিন, মুক্তিতে বাধা নেই