ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার বন গবেষণাগার স্কুলের সামনে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন রাজু (৩২) নামে ওই যুবককে আটক করে ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের যৌথ টিম। ডিবি সূত্র জানায়, রাজু পুরাতন চান্দগাঁও এলাকার হাজেরা তজু কলেজের সামনে থেকে যাত্রীবাহী সিএনজিযোগে বন গবেষণাগার এলাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায়। সিএনজি থামানোর পর রাজু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে ধরে। তল্লাশিতে রাজুর কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি জানায়, জাকির হোসেন রাজু ভোলা জেলার লালমোহন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি বর্তমানে নগরীর হালিশহর থানার ঈদগাঁও এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে রাজু জানায়, ২০২৩ সালের শেষের দিকে আসিফ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনে নিজ দখলে রাখেন। ওই অস্ত্র দেখিয়ে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, শুলকবহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন বলেও স্বীকার করেন তিনি। চট্টগ্রাম মহানগর ডিবি উত্তরের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ৬ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধশাহসুফী সৈয়দ আব্দুল হাদী (রা:) মাইজভান্ডারীর ওরশ সম্পন্ন