ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি এবং ভার্সেটাইল টাইলসের নান্দনিক অভিজ্ঞতা দিতে ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার এখন চট্টগ্রামে।
দেশের অন্যতম সেরা সিরামিক টাইলস ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যেই ডিবিএল সিরামিকস গ্রাহকদের কাছে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে। পণ্যের বৈচিত্র, মান ও গ্রাহকদের নিত্যনতুন এবং আধুনিক পণ্য ব্যবহারের অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে সিজিকেএস মার্কেট, এম এ আজিজ স্টেডিয়ামের ২য় ও ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্ল্লে সেন্টার।
সম্প্রতি ডিবিএল সিরামিকসের এই এক্সক্লুসিভ ডিসপ্ল্লে সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের, জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ বাশার ও ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিবিএল সিরামিকসের হেড অব সেলস এম আবু হাসিব রনসহ অতিথিবৃন্দ।
সাকিব আল হাসান বলেন, ডিবিএল সিরামিকসের অত্যাধুনিক স্টাইল, আর্ন্তজাতিক গুণমান ও মনকাড়া ডিজাইন আমাকে মুগ্ধ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।