চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি চরম অবজ্ঞা-অবহেলার পরিচয় দিয়েছেন। অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসে শিক্ষামন্ত্রীর অযাচিত বক্তব্য দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও প্রকৌশল অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে। দেশের মধ্যম স্তরের প্রকৌশল শিক্ষাকে ধ্বংস করে কার স্বার্থ রক্ষা করতে চাচ্ছেন, তা জাতি জানতে চায়। নাকি দেশের ৫ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সাড়ে ৪ লক্ষাধিক পলিটেকনিক ছাত্র-ছাত্রীদের রাজপথে নামিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করতে চান? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এমন ষড়যন্ত্র না করার আহ্বান করছি। বরং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চরম শিক্ষক স্বল্পতা, ল্যাব-ওয়ার্কশপ সমস্যা, শিক্ষক- কর্মচারীদের সমস্যা সমাধানে এবং শিক্ষার মান উন্নয়নে মনোনিবেশ করাটা জরুরি।
এস এম মেজবাহ উদ্দীন
শিক্ষার্থী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।