নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এয়াকুব টাওয়ার নামে একটি ভবনে ডিজে পার্টি করার সময় অর্ধশতাধিক যুবক–যুবতীকে আটক করেছে পুলিশ। প্রতিজন দেড় হাজার টাকায় টিকেট করে সেখানে ডিজে পার্টিতে যোগ দেয় বলে জানিয়েছে পুলিশ। পাঁচলাইশ থানা পুলিশ গত রাত ১২টার দিকে ভবনটির ছয়তলার উক্ত ফ্লোরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এয়াকুব টাওয়ারের ছয় তলায় বড়সড় একটি হলরুম রয়েছে। মঞ্জু নামের এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করেন বলে পুলিশ জানিয়েছে। ভবনটির মালিক এলডিপি নেতা মোহাম্মদ এয়াকুব। ফ্লোরটিতে আগে জাইকার অফিস ছিল। জাইকা চলে যাওয়ার পর থেকে খালি রয়েছে। সেখানে গত রাতে ডিজে পার্টি চলছিল। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভরনটিতে অভিযান চালানো হয়।
পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান অভিযানের কথা স্বীকার করেছেন। তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সবকিছু খতিয়ে দেখছি। বিস্তারিত জানাতে সময় লাগবে।