চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটুআই উদ্ভাবিত (http://prottoyon.gov.bd) ওয়েবসাইট থেকে ১০ নং ওয়ার্ডের সকল নাগরিক অনলাইনে তাদের সব ধরনের নাগরিক সনদের আবেদন করতে পারবেন।
গত মঙ্গলবার প্রত্যয়ন ফিল্ড কর্মকর্তা নাজমুল হাকিমের সহযোগিতা ও ওয়ার্ড সচিব ইয়াকুব আলীর সমন্বয়ে উদ্বোধন করেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। তিনি বলেন, ডিজিটাল সেবায় প্রবেশ করল কাট্টলীবাসী। এখন থেকে এই ওয়ার্ডের মানুষ ডিজিটাল সেবা পাবেন। উক্ত ওয়েবসাইট থেকে অনলাইনে জাতীয়, উত্তরাধিকার, মৃত্যু, চারিত্রিক, মুক্তিযোদ্ধা, ভূমিহীন সনদসহ কাউন্সিলর অফিসের বিভিন্ন প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করতে পারবেন।এ সময় উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা এইচ এম খায়ের, হারুন অর রশীদ, লায়ন গিয়াস উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।