ডিজিএমকে শো-কজ করলেন আদালত

জনতা ব্যাংকের ৭৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় অবহেলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

জনতা ব্যাংকের ৭৬ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় অবহেলার কারণে ব্যাংকের এক কর্মকর্তাকে শো-কজ করেছেন আদালত। তিনি হলেন নগরীর কোতোয়ালি কোর্ট রোডে থাকা জনতা ব্যাংকের বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক। গতকাল সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় সর্বশেষ ১৬ টি ধার্য তারিখে পাওনা আদায়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আদালত এ শো-কজ করেন। আগামী ১৫ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আদালত সূত্র জানায়, জনতা ব্যাংকের উক্ত শাখার ৭৬ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স হাসনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ও এর মালিকদের বিরুদ্ধে ২০০৭ সালে একটি অর্থঋণ মামলা হয়। এ মামলায় রায়ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে বিবাদীকে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু বিবাদীরা তা করেননি। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৮ সালে টাকা ফেরত পেতে একটি জারি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে শনাক্ত রোগী ৮০ জন বেড়েছে
পরবর্তী নিবন্ধমাদক মামলায় দুই নারীসহ তিনজনের যাবজ্জীবন