ডিএনএ ও জিনগত বিশ্লেষণ গবেষণা কার্যক্রম উদ্বোধন

হিমোফিলিয়া সোসাইটি

| বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি, চট্টগ্রাম চ্যাপ্টার এবং ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং আইডিএফ হেলথ সেন্টারের সহযোগিতায় গত সোমবার থেকে পরিচালিত হচ্ছে বাংলাদেশের হিমোফিলিয়া রোগীদের জিনগত বিভিন্ন পরিবর্তন ও তার গতিপ্রকৃতি নিয়ে গবেষণা কার্যক্রম। বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি, চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যালয়ে এ গবেষণাার স্যাম্পলিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএফ হেলথ সেন্টারের চিকিৎসক ডা. মুক্তা খানম, হিমোফিলিয়া সোসাইটি, চট্টগ্রাম চ্যাপ্টারের পরিচালক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম তানভির, গবেষণা প্রকল্প পরিচালক ও চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান। এতে সহযোগিতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তম বসাক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা