ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)-এর ইন্তেকালে ওএসির শোক

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরিফ গাউছিয়া আহমদিয়া মনজিলের সাজ্জাদানসীন শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আহলে সুন্নাত সম্মেলন সংস্থাওএসি সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী ও সাধারণ সম্পাদক আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। এক শোকবার্তায় ওএসি নেতৃবৃন্দ বলেন, শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক (রহ.) সুন্নিয়ত ও মাইজভাণ্ডারী দর্শনের প্রচার প্রসারে অনন্য অবদান রাখেন। ওএসি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন নীতিমালার আলোকে চবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধব্লাড ক্যান্সার আক্রান্ত এক শিক্ষার্থীর জীবন বাঁচানোর আকুতি