মাইজভাণ্ডার দরবার শরিফ গাউছিয়া আহমদিয়া মনজিলের সাজ্জাদানসীন শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আহলে সুন্নাত সম্মেলন সংস্থা–ওএসি সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী ও সাধারণ সম্পাদক আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। এক শোকবার্তায় ওএসি নেতৃবৃন্দ বলেন, শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক (রহ.) সুন্নিয়ত ও মাইজভাণ্ডারী দর্শনের প্রচার প্রসারে অনন্য অবদান রাখেন। ওএসি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।