ডা. শাহাদাতের মুক্তি দাবি নগর বিএনপির

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:৪১ অপরাহ্ণ

নগর বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী আহত করে। এরপর নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় মামলা করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান নগর বিএনপি নেতৃবৃন্দ। তাঁরা অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মো.মিয়া ভোলা,অ্যাড.আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দীন, ইসকান্দার মির্জা, আবদুল মান্নান এক বিবৃতিতে উক্ত দাবি জানান।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৩ বছর ধরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজানো মামলায় গৃহবন্দি করে রাখা হয়েছে। মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ান সহ নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ধরনের হামলা মামলায় নেতাকর্মীদেরকে মনোবল না হারিয়ে আরো শক্তি নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচসিককে ১০ হাজার মাস্ক দিল ঠিকাদার সমিতি
পরবর্তী নিবন্ধভাড়া করা গাড়ি থেকে দামি যন্ত্রাংশ চুরি