২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাতে নগরের হালিশহরের পানিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই আসামির নাম ইব্রাহিম চৌধুরী সাজ্জাদ (৩০)। তিনি পাহাড়তলীর বাঁচা মিয়া রোড এলাকার হাসান চৌধুরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, ডা. শাহাদাত হোসেনের প্রচারণায় গাড়ি ভাঙচুরসহ নাশকতার সঙ্গে জড়িত ছিলেন সাজ্জাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সাজ্জাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।